জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে ফেরা যুবকের করোনা পজিটিভ Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় করোনাভাইরাস পজিটিভ ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে আসোলেশনে নেয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের খালিশাবকশিপাড়া গ্রামের ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ওই ব্যক্তির করোনা পজিটিভের রিপোর্ট হাতে পায় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত দুজন করোনা রোগী শনাক্ত হলো। জানা যায়, ওই ব্যক্তি সৈয়দপুর উপজেলার বাসিন্দা হলেও তিনি নারায়ণগঞ্জের একটি খাদ্য উৎপাদিত কারখানায় শ্রমিকের কাজ করতেন। গত ৫ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে ফিরে এসে জ্বরে আক্রান্ত হন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, সন্ধ্যায় উক্ত ব্যক্তির রির্পোট পজিটিভ আসে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবগত করলে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন তাকে সৈয়দপুর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে ভর্তি করে। তিনি জানান, এর আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করা হয়। গতকাল বুধবার(৮ এপ্রিল) রাতে ওই চিকিৎসককে নীলফামারীর কিশোরগঞ্জ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে স্থানান্তরিত করা হয়েছে রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী জানান, ওই যুবক নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে বাড়িতে আসে। এরপর গ্রামবাসী বিষয়টি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জানালে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়িসহ ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া এলাকার অন্যান্য লোকজনদের শনাক্তের কাজ চলছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: