খাগড়াছড়িতে নতুন করে হামে আক্রান্ত ১৬ শিশু হাসপাতালে ভর্তি

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নতুন করে হামে আক্রান্ত আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩।

বুধবার (৯ এপ্রিল) দুপুর থেকে উপজেলার রথীচন্দ্র কার্বারীপাড়া এলাকা থেকে আক্রান্ত শিশুদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে সেনাবাহিনী।

গত ২৯ মার্চ হামে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারীপাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসা নিয়েছে অনেক শিশু। এরমধ্যে দীঘিনালায় ও খাগড়াছড়ি সদরে ২৭ জন। এছাড়া জেলার ভাইবোনছড়ায় আক্রান্ত ৪৩ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়। সেনাবাহিনীর সহযোগিতায় উভয় এলাকায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালকুদার জানান, হাম আক্রান্ত দীঘিনালার সাতটি গ্রামে টিকাদান শুরু হবে শনিবার। ৯ মাস থেকে ১৫ বছরের নিচে শিশুদের এসব টিকা দেওয়া হবে।

আপনার মতামত দিন :