নিউইয়র্কে করোনায় মৃতদের দেয়া হচ্ছে গণকবর

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোভিড-১৯ সংক্রমণে মৃত ব্যক্তিদের গণকবর দেয়া হচ্ছে। দেশটির হার্ট দ্বীপে এ গণকবর দেয়া হচ্ছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইতালির পরই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আজ পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে ষোল হাজার৷ তবে আক্রান্তের সংখ্যায় দেশটি এখন এক নম্বরে রয়েছে। আজ পর্যন্ত দেশটির প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটেছে নিউইয়র্কে। প্রতিদিন শতাধিক মানুষের মৃত্যু ঘটায় তাঁদের সৎকারে বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে।

মৃতদের জন্য পর্যাপ্ত কবরের স্থান না থাকায় এখন হার্ট দ্বীপে তাঁদের গণকবর দেয়া হচ্ছে৷ আর একাজে ব্যবহার করা হচ্ছে রিকার্স দ্বীপের কারাবন্দিদের৷ ড্রোন থেকে তোলা বেশ কিছু ছবিতে গণকবরের কার্যক্রম দেখা যায়।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও বলেন, ‘করোনায় মৃতদের আমরা হার্ট দ্বীপে গণকবর দিচ্ছি৷ যতদিন বর্তমান পরিস্থিতির ইতি না ঘটে, এটি ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।’

আপনার মতামত দিন :