করোনায় প্রাণ হারালেন ১০১ ইতালিয়ান চিকিৎসক

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

গত ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত করোনাভাইরাস মহামারীতে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ ইতালিতে কমপক্ষে একশ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ইতালির স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল ফেডারেশন ফর ডক্টর গিল্ডস (এফএমওএমসিইও) বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

এফএনএমসিইও এর এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘কোভিড-১৯ এ মারা যাওয়া চিকিৎসকের সংখ্যা একশ। সম্ভবত এই মুহূর্তে ১০১ জন হতে পারে।’

এ তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকও আছেন, যাদেরকে একমাস আগে করোনার চিকিৎসার জন্য আহ্বান জানিয়েছিল বিশ্বে সর্বাধিক ১৭ হাজার ৬৬৯ জনের প্রাণ হারানো ইতালির সরকার।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ৩০ নার্স ও তাদের সহকারীও মারা গেছেন।

এফএনওএমসিইও এর সভাপতি সংস্থাটির ওয়েবসাইটে বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কোনো সুরক্ষা ছাড়াই পাঠাচ্ছি। এটি একটি অসম লড়াই।’

রোমের আইএসএস পাবলিক হেলথ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী ইতালির করোনভাইরাসে আক্রান্তদের ১০ ভাগ স্বাস্থ্যকর্মী।

আপনার মতামত দিন :