কক্সবাজার জেলায় মেডিকেল টেকনোলজিষ্ট সংকট : করোনা রোগির নমুনা সংগ্রহ বাধাগ্রস্থ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
প্রায় ত্রিশ লক্ষ জনগোষ্টীর আবাস কক্সবাজার জেলা।
একটি সদর হসপিটাল, একটি মেডিকেল কলেজ,
৮ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, , বক্ষ ব্যাধি ক্লিনিক, ও সিভিল সার্জন অফিসে মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) এর পদ সংখ্যা মাত্র ৩৬ টি। দীর্ঘ দিন মেডিকেল টেকনোলজিষ্ট দের নিয়োগ না থাকার কারনে জেলার মঞ্জুরীকৃত পদের  এক তৃতীয়াংশ পদই শুন্য। কর্মরত আছেন মাত্র ১২ জন।  যার কারনে এ উপজেলা গুলোতে করোনার নমুনা সংগ্রহে ব্যাপক সঙ্কট ও উপজেলাগুলোতে মাত্র একজন করে টেকনোলজিষ্ট হওয়ায় দৈনিক করোনা রোগির নমুনা সঠিক পরিমানে সংগ্রহ করা যাচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি বেশি পরীক্ষা করতে বললেও জেলায় নামমাত্র রোগির নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফলে করোনা সঠিকভাবে নির্নয় করা যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রত্যেকটি উপজেলা থেকে দৈনিক ১০ টি করে নমুনা পাঠাতে বলেছেন। সে হিসেবে কক্সবাজার জেলা থেকে নমুনা সংগ্রহের সংখ্যা হবার কথা পাঁচ শতাধিক। কিন্তু জেলা থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ হচ্ছে দৈনিক মাত্র ২০/৩০ জনের।
যা মোট জনগোষ্ঠীর তুলনায় অত্যন্য নগন্য।
করোনা মোকাবেলার পরীক্ষা সংক্রান্ত  নির্দেশনা মানা যাচ্ছে না  ল্যাব টেকনোলজিষ্ট দের সঙ্কটের জন্য।
যত বেশি বেশি নমুন সংগ্রহ করা যাবে তত বেশি কক্সবাজার জেলা মুক্ত পাবে।
তাই এই করোনাভাইরাস মোকাবেলা করতে বেশি বেশি নমুনা সংগ্রহ ও টেস্ট প্রয়োজন তাই আতি শীঘ্রই মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ এর জন্য জোড়ালো দাবি জানাচ্ছি।
শুয়াইবুল কবির ইফাদ
সভাপতি
বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পারিষদ
কক্সবাজার জেলা শাখা।
আপনার মতামত দিন :