ধামরাইয়ে স্বাস্থ্যকর্মীসহ দুই জনের করোনা সনাক্ত Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ ঢাকার ধামরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মীসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত অপর ব্যক্তি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের পুরুষ কর্মকর্তা। এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তাসহ সরকারি হাসপাতালের প্রায় সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। ডা. নূর রিফফাত আরা বলেন, ‘করোনা সন্দেহে গত বুধবার ধামরাইয়ের পালপাড়া এলাকার বাসিন্দা ডিসি অফিসের এক পুরুষ কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়ে। সেই নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকারী প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে আজ দুপুরে ওই দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন। তবে সিভিল সার্জন আইইডিসিআরের সঙ্গে আলোচনা করে জানাবেন তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হবে কী না।’ এই ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে আশা সবার তালিকা করা হচ্ছে। সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: