“অবরুদ্ধ সময়” – ইসরাত সাদমীন Shahadat Shahadat Hossain প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ ভালো নেই ডানা মেলা পাখি, ভালো নেই কবির কবিতারা। ভালো নেই ঘন সবুজ বন, ভালো নেই রাতের ধ্রুবতারা। ভালো নেই চঞ্চলা কিশোরী, ভালো নেই গোলাপ,জবা ফুল। ভালো নেই বাউলের একতারা, ভালো নেই বহতা নদীর কূল। ভালো নেই শহর-নগর-গ্রাম, ভালো নেই রাখাল বাঁশির সুর। ভালো নেই উঠোন কোনের ঘাস, ভালো নেই মনের অন্তঃপুর। ভালো নেই ফসল ভরা মাঠ, ভালো নেই সুখের স্বপ্নরাশি। ভালো নেই সূর্য্য ওঠা ভোর, ভালো নেই মায়ের মুখের হাসি। …….মহামারীর কালোছায়ায় সময় অবরুদ্ধ, কেউ জানেনা কবে জীবন হবে অনিরুদ্ধ। ইসরাত সাদমীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নোয়াখালী। আপনার মতামত দিন : SHARES সাহিত্য বিষয়: