করোনায় মৃত নার্সের সুস্থ সন্তান প্রসব

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক গর্ভবতী নার্স, মৃত্যুর পর তিনি এক জীবিত সুস্থ শিশুর জন্ম দিয়েছেন লন্ডনের একটি হাসপাতালে।

২৮ বছর বয়সি শিশুর মা মেরি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত মা সুস্থ একটি মেয়ে শিশু প্রসব করেন গতকাল বুধবার উত্তর লন্ডনের লুটন এবং ডান্সটেবল ইউনিভার্সিটি হসপিটালে। শিশুটি গর্ভে থাকাকালে করোনা সংক্রমিত হয়েছিলো কিনা যদিও তা স্পষ্ট নয়।

পাঁচ বছর ধরে এই হাসপাতালে নার্স হিসেবে কর্মরত মেরির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়, দুদিন পর তিনি সেখানে ভর্তি হন।

হাসপাতাল প্রশাসন বিবৃতিতে বলেছে, মেরি ছিলেন একজন দক্ষ সেবিকা এবং টিমের সবার প্রিয় একজন মানুষ৷ কর্মী হিসেবে তিনি অনুকরণীয়৷ মেরির অকাল মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমাদের সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি৷

সূত্র : ডয়েচে ভেলে

আপনার মতামত দিন :