স্থগিতকৃত লাইসেন্সিং পরীক্ষার তারিখ ঘোষণা করল বিএনএমসি Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ নয়ন হালদার : গত ১৫-০২-২০১৯ তারিখে কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং কেন্দ্র ঘোষণা করে স্থগিতকৃত এবং নতুনদের বিএনএমসি রেজিস্ট্রেশন পরিক্ষার নোটিশ,,,, স্থগিত নার্সিং রেজিষ্ট্রেশন পরীক্ষা ২৮/০২/২০২০ এবং সদ্য পাশ কৃত দের পরীক্ষা ০৬/০৩/২০২০ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে গত ১৫-০২-২০১৯ তারিখে স্থগিতকৃত কম্প্রিহেন্সিভ(লাইসেন্সিং/ প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা সম্ভাব্য ২৮-০২-২০২০ তারিখ শুক্রবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রঃ (১) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং (২) টিএন্ডটি স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল,ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, ইতোপুর্বে ১৫-০২-২০১৯ তারিখের পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র প্রাপ্ত পরীক্ষার্থীরা (মূল প্রবেশপত্র ও বিএনএমসি রেজিস্ট্রেশব কার্ড সহ) উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে কক্ষ নং ও অন্যান্য তথ্য পরবর্তীতে নোটিশের মাধ্যমে কাউন্সিলে ওয়েবসাইট www.bnmc.gov.bd এ প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজ নিজ পরীক্ষার্থীদের পরীক্ষায় উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং পরীক্ষার্থীরা স্ব-উদ্যোগে প্রয়োজনীয় তথ্যাদি কাউন্সিলের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আপনার মতামত দিন : SHARES নার্সিং সংবাদ বিষয়: