রাজধানীর উত্তরায় নকল এন-৯৫ মাস্ক মজুদের সন্ধান Shakil Shakil Ahmed প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ সংগৃহীত ছবি রাজধানীর উত্তরায় একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন ক্যাটাগরির নকল এন-৯৫ মাস্ক মজুদের সন্ধান পেয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচ থেকে সাত ধরনের নকল এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ৫৫ নম্বর গাউসুল আজম অ্যাভিনিয়ের একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। বিশ্বজুড়ে চিকিৎসকদের জন্য প্রস্তুতকৃত এ মাস্কের ধরণ এক ও অভিন্ন হওয়ার কথা। অভিযানের বিষয়ে গণমাধ্যমকে সারোয়ার আলম জানান, চীন থেকে নকল এন-৯৫ মাস্ক আমদানি করে বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। এখানে করোনাভাইরাস শনাক্তের নকল টেস্টিং কিটও বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: