ভয়াবহ সার্সকেও হার মানালো করোনাভাইরাস Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ ২০০২-২০০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও ছাপিয়ে গেল করোনাভাইরাস। রোববার (৯ ফেব্রুয়ারী) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জনিয়েছে, করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০০২-২০০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্সকেও (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ছাড়িয়ে গেছে। সে সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২৪টিরও বেশি দেশে মোট ৭৭৪ জনের মৃত্যু হয়, আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন। এদিকে শনিবার (৮ ফেব্রুয়ারী) পর্যন্ত চীনের নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত বেড়ে ৩৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় সার্সকেও হার মানালো রহস্যময় করোনাভাইরাস।পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার চীনে নতুন করে আরও ২ হাজার ৬৫৬ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। ফলে দেশটির মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৯৮ জন। এদিন চীনে প্রথমবারের মতো কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার করোনাভাইরাসের উৎসস্থল উহানে এক মার্কিন ও এক জাপানি নাগরিক মারা গেছেন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: