মিশরে প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

মিশরে প্রথমবারের মতো একজন বিদেশির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

আফ্রিকায় নতুন করোনাভাইরাসের সংক্রমণের প্রথম ঘটনা এটা।

গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আক্রান্ত ব্যক্তিকে আগে থেকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার অবস্থা তেমন গুরুতর নয়।

চীনের করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে ভ্রমণকারীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা ‘ফলোআপ প্রোগ্রাম’ গ্রহণ করেছে মিশর। এর মাধ্যমে দেশটির কর্মকর্তারা আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আক্রান্ত ব্যক্তিকে আলাদাভাবে হাসপাতালে রাখা হয়েছে।

ওই ব্যক্তির জাতীয়তা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে।

গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় মোট ১৫২৩ জন মারা গেছেন যাদের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।

শুক্রবার চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২২ হাজার ৬৪১ জন। ফলে দেশটিতে ভয়াবহ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৪৯২ জনে গিয়ে দাঁড়ালো।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে শুক্রবার আরও ২ হাজার ৬৪১ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪২৯ জনে। আর অন্তত ২৬টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে।

আপনার মতামত দিন :