সরকারি ওষুধ বিক্রি করায় লাইফ এন্টারপ্রাইজকে জরিমানা Emon Emon Chowdhury প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ সরকারের বিনামূল্যের ওষুধ অবৈধভাবে বিক্রি করায় লাইফ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের অভিযানে এ জরিমানা করা হয়। একইদিন মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় অভিযান করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, কেক, বিস্কুট বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় আরও দুই ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ডে-নাইট ফার্মাকে ১০ হাজার টাকা, খান ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং কিংস ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এতে সহযোগিতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: