এসো সচেতন হই সোসাইটি এর নতুন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন

Arup Arup

Sarker

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক || মেডি নিউজ বিডি.কম

এসো সচেতন হই সোসাইটি (এসই) এর আয়োজনে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুরে ডায়াবেটিস সচেতনতা এবং কুসংস্কারদূরীকরণের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয় । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসো সচেতন হই সোসাইটির চেয়ারম্যান ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম। ডায়াবেটিস সম্বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আলোচকগন।

সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম
এসো সচেতন হই সোসাইটি(এসই) দুটি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে ২০১৫ সাল থেকে।
১. ডায়াবেটিস একজনের জানা দরকার সকলের এবং ডায়াবেটিস সম্বন্ধে কুসংস্কার দূরীকরণ।
২. একই মায়ের গর্ভের কষ্টের সন্তান বৈচিত্রময় জনগোষ্ঠী, এরাও আমাদের সন্তান।

আলোচনা শেষে এসো সচেতন হই সোসাইটি অষ্টম তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। সারাদেশে বর্তমানে এসো সচেতন হই সোসাইটির উদ্যোগে ৮ টি তথ্য ও সেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে। যার ৫টি কেন্দ্র ঢাকায়, ১টি নেত্রকোনায়,১টি ঝিনাইদহ এবং নতুন কেন্দ্রটি নারায়ণগঞ্জের সোনারগাঁও। কাজী আরিফ নতুন তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা করবেন।

প্রতিটি তথ্য ও সেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে পল্লী চিকিৎসক দিয়ে অথবা কোন ওষুধের দোকানে। এ সকল তথ্য কেন্দ্র থেকে জনসাধারণ স্বল্পমূল্যে(মাত্র ১৫ টাকা) ডায়াবেটিস পরীক্ষা করতে পারে এবং রেজিস্ট্রার খাতায় তাদের সুগারের পরিমাণ লিপিবদ্ধ করা হয়। যাদের রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া যায় তাদেরকে ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হয় এবং মাস শেষে তাদের ফোন দিয়ে ফলোআপ করা হয়।

আপনার মতামত দিন :