নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৪ জন ডিপ্লোমা চিকিৎসক, মোট আক্রান্ত ৬৩ জন M. Mijanur M. Mijanur Rahman প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০২০ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ কেন্দ্রীয় মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী- * গত ২৪ ঘন্টায় নতুন ডিপ্লোমা চিকিৎসক-উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আক্রান্তের সংখ্যা-০৪ জন। * এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-৬৩ জন। * এপর্যন্ত মোট চিকিৎসাধীন আছেন-৪২ জন। * আলহামদুলিল্লাহ, এপর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন-২০ জন। * এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন-০১ জন। * নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০২ জন ও চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন (০৩ জনই প্রেষনে নোয়াখালী কোভিড ১৯ আইসোলেশন ইউনিটে কর্মরত অবস্থায়) এবং নওগা জেলার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ (মোট ৪ জন) করোনা ভাইরাস পজেটিভ হয়ে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত সকল ডিপ্লোমা চিকিৎসক সহ সকল আক্রান্ত রোগীদের আশু রোগমুক্তি কামনা করছি এবং মৃত ডিপ্লোমা চিকিৎসক সহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর রহমতে যাঁরা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদেরকে লালগোলাপ অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ আপনি আমাদের নিরাপদে রাখুন। অন্ধকার শেষে ভোরের আলো আসবেই একদিন ইনশাআল্লাহ। সকলের মঙ্গল কামনায়- ডাঃ মোঃ হাফিজ সারওয়ার সাংগঠনিক সম্পাদক কেকাপ, বিডিএমএ। আপনার মতামত দিন : SHARES চিকিৎসক কলাম বিষয়: