জাপানি জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত সাড়ে তিন শতাধিক যাত্রী Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আরও ৭০ ব্যক্তি নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। এ নিয়ে ওই জাহাজে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫৫। তাদের মধ্যে একজন কোয়ারেন্টাইন কর্মকর্তাও রয়েছেন। জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতোর বরাত দিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। ওই জাহাজের প্রায় তিন হাজার সাতশ’ যাত্রীকে দুই সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে যাদের নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের চিকিৎসার জন্য জাপানি হাসপাতালে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী কাতো বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা মাথায় রেখে আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত করতে হবে। আমাদের প্রধান চেষ্টা হবে মারাত্মক অসুস্থতা বা মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচানো। ওই জাহাজের করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে জাপান ছাড়াও আরও ১১ দেশের নাগরিক রয়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও হংকং তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য প্লেন পাঠাচ্ছে। তবে কোনো আক্রান্ত ব্যক্তিকে ফেরত নেওয়া হবে না। এদিকে, রোববার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০০ মানুষ ও মৃত্যু হয়েছে ১৬৬৫ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীন ছাড়াও হংকং, ফিলিপাইন, জাপান ও ফ্রান্সে একজন করে মারা গেছেন। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: