করোনাভাইরাসে ফ্রান্সে পর্যটকের মৃত্যু Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ করোনাভাইরাসে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সে প্রথম চীনের এক পর্যটকের মৃত্যু হয়েছে। উহান রাজ্যে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রাণঘাতী ভাইরাসটিতে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সী ওই ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়। এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে কেবল তিনটি দেশে– হংকং, ফিলিপিন্স ও জাপানে– নতুন করোনাভাইরাসে মৃত্যু হয়। জানুয়ারির শেষের দিকে ১১ জনকে শনাক্ত করে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ইউরোপীয় দেশ হয়ে ওঠে ফ্রান্স। এদের মধ্যে ছয় জন এখনও হাসপাতালে রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহত চীনা গুরুতর অবস্থায় উত্তর প্যারিসের বিসাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসের কারণে ফুসফুসের সংক্রমণে তার মৃত্যু হয়। অ্যাগনেস বলেন, এই লোকের মেয়েও সংক্রমিতও, তবে তিনি সুস্থ হয়ে উঠছেন। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: