স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সেবার মান্নোয়নের প্রতি জোর তাগিদ দিয়ে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের গতিশীল উন্নয়নকে টেকসই করতে মানসম্মত, গুণগত শিক্ষার বিকল্প নেই। এজন্য দক্ষ প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন। সুস্বাস্থ্য প্রয়োজন। জনগণের স্বাস্থ্য সেবা উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর উদ্বোধনকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশ আজ অনেক উন্নত। সারা পৃথিবীতে দেশ আজ নন্দিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। এ দেশকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ভূমিকা রাখতে হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের জনসেবায় নিয়োজিত করতে হবে।

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী তাইজুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান, ডা. আমিনুল রসুল জাকি প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা, সাবেক উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার প্রমুখ।

আপনার মতামত দিন :