আধুনিক চিকিত্সাসেবা প্রদানের আশ্বাস রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ ভবন উদ্বোধন Jewel Das Jewel Das Guptha প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ)-এর নবনির্মিত বহির্বিভাগ ভবনের উদ্বোধন করেছেন পুলিশপ্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নতুন বহির্বিভাগের উদ্বোধন করেন আইজিপি। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আধুনিক চিকিত্সাসেবা প্রদানের জন্য ৪ তলাবিশিষ্ট স্টিল কাঠামোতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ তৈরি করা হয়। এখান থেকে দ্রুত সময়ে পুলিশ সদস্যদের চিকিত্সা প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) বাংলাদেশ পুলিশের শীর্ষস্থানীয় হাসপাতাল। এ হাসপাতাল থেকে পুলিশ ও তাদের পরিবারের সদস্যগণ আধুনিকমানের চিকিত্সাসেবা ও ঔষধ পেয়ে থাকেন। হাসপাতালে বর্তমানে যেসব বিভাগ চালু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—কার্ডিওলজি, গাইনি-অবস্, অর্থোপেডিক, শিশু, মেডিসিন, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইএনটি, ডার্মাটোলজি, চক্ষু ও দন্ত। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রয়েছে এদেশের উন্নতমানের অত্যাধুনিক রেডিওলজি অ্যান্ড ইমেজিং ও ল্যাবরেটরি সুবিধা। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: