মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে ২ জনের মৃত্যু Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ এফ.টি. উজ্জ্বল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার পৃথক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গল্লাসাংগন (পালইআলা বাড়ি) গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র আব্দুল মতিন কুটু (৬০) এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত রমিজ আলীর ছেলে রুবেল আহমদ (২৫)। জানাা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন আব্দুল মতিন কুটু। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রুবেল আহমদ উপজেলার কাজিরবন্দ এলাকার একটি খালে ঠেলা জাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে আশপাশের লোকজন রুবেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বজ্রপাতে দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপনার মতামত দিন : SHARES Uncategorized বিষয়: