শতাব্দীর মহামারি সমূহ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

পৃথিবীতে মানুষ যখন অন্যায় অবিচারে লিপ্ত হয়ে যায়, যখন মানুষ তার দায়িত্ব ও দয়া ভূলে গিয়ে পশুর মত আচরণ করে,,, তখন প্রকৃতি তাদের থেকে প্রতিশোধ নিতে থাকে,, তা কখনো হয় তীব্র ঝড় তুপান, প্লাবন, কিংবা ভূমিকম্পের মাধ্যমে, আবার কখনো হয়

মহামারির মাধ্যমে।।

ভাইরাস হচ্ছে একটি ক্ষুদ্র অনুজীব যা খালি চোখে দেখা যায়না, এমন কি তা জীবদেহের বাহির নিষ্ক্রিয় থাকে,, কেবল জীবকোষেই তা রেপ্লিকেশন হয়ে সংখ্যা বৃদ্ধি করে,, সেই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে
ছড়িয়ে পড়ে রোগ তৈরী করতে পারে,, এবং সেই রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ে।।

এই রোগ বালাই দেখে মুমিন সতর্কতা অবলম্বন করে,,
গুনাহ থেকে ফিরে আসে, এবং আল্লাহকে আপন করে নেয়,, ধৈর্য ও সতর্কতা দিয়ে মুমিন ভাইরাস কিংবা মহামারির মুকাবিলা করে।।

প্রতি শতাব্দিতে এইরকম অনেক মহামারি পৃথিবিতে দেখা দিয়েছিলো।।

১৫২০ সাল
মেক্সিকোতে small pox এর মহামারি দেখা দিয়েছিলো, এবং সেই মহামারিতে ৮০ লক্ষ মানুষ মারা গিয়েছিলো।।

১৬২০ সাল:
Souther New England এ তখন লেপ্টোস্পাইরোসিস আর ইয়ালো ফিভারে আক্রান্ত হয়ে ৩০% নাগরিক মারা যায়।।

১৬৩০ সাল।
ইতালিতে প্লেগে আক্রান্ত হয়ে এক বছরে ২ লাখ ৫০ হাজার মানুষ মারা যায়।।

১৭২০ সাল।
ফ্রান্সে প্লেগ রোগে আক্রান্ত হয়ে এক বছরেই লক্ষাধিক প্রাণহানি ঘটে।।

১৭৭২ সালের মহামারি :
ইরানে প্লেগে আক্রান্ত হয় ২০ লক্ষাধিক প্রাণহানি হয়।

১৮২০ সাল:
এশিয়া ও ইউরোপে কলেরা মহামারিতে কয়েক লক্ষাধিক প্রাণ হানি ঘটে।

১৮৫২ সাল।
রাশিয়া তে এক বছরে কলেরা মহামারিতে ১০ লক্ষাধিক মৃত্যু হয়।

১৮৫৫- সাল:

শুধু মাত্র ইন্ডিয়া ও চিনে ১ কোটি ২০ লাখ মানুষ মারা যায় বুবনিক প্লেগে আক্রান্ত হয়ে।

১৯২০ সাল:

পুরো পৃথিবীতে তখন ২০০ কোটি মানুষ,
১০০ কোটি মানুষ স্পেনিশ ফ্লু রোগে আক্রান্ত হয়,

এবং তার মাঝে ১০ কোটি মারা যায়।।

২০০৯ সাল।
পৃথিবী জুড়ে ১২০ কোটি মানুষ ইনফ্লুয়েঞ্জা (H1N1) আক্রান্ত হয়, ৫ লাখ ৭৫ হাজার ৪০০ মারা যায়।।।

শুধু আমেরিকাতেই ৬ কোটি ১০ লাখ আক্রান্ত হয়েছিলো।।।।

পূর্বের মহামারি গুলি পর্যালোচনা করলে করোনা সমপর্কে ধারণা পাওয়া যায়।।।।

ইনফ্লুয়েঞ্জা H1N1 (2009)
এই ভাইরাস আর করোনা ভাইরাসের উপসর্গ মোটামুটি সমান।।
এখানে কিছু তুলনা মূলক বিশ্লেষণ করছি।

H1N1 এ একবছরে আক্রান্ত হয়েছিলো
১২০ কোটি,, মারা গিয়েছিলো ৫ লাখ ৭৫ হাজার,
মৃত্যুর হার, ০.০২%

করোনা ভাইরাসে গত ৩ মাসে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ লাখ,, মারা গিয়েছে ৭০ হাজার,
মৃত্যুর হার এখনো পর্যন্ত ৫.৬%

H1N1 ভাইরাস তুলনামুলক children and Adolescent দের বেশি আক্রান্ত করেছিলো।
মৃত্যুর হার বেশি ছিলো শিশু আর কিশোরদের।

এই ক্ষেত্রে COVID19 এ আক্রান্তের হার বয়স্কদের মাঝে বেশি,, এবং মৃত্যুর হার ও বয়স্কদের বেশি।

একটি সমীক্ষায় দেখা গেছে,,

H1N1 থেকে করোনার সংক্রমনের হার দ্রুত।
যদিও H1N1 এ একবছরে ১২০ কোটি আক্রান্ত হয়েছিলো,, তথাপি who এর তথ্যানুসারে
প্রথম দেড় মাসের হিসাব করলে দেখা যায়,

#করোনা_ভাইরাসে সংক্রমন ৫০ হাজারে গিয়ে পোঁছায় ৪৫ দিনে,, অন্যদিকে #ইনফ্লুয়েঞ্জা_ভাইরাসে (২০০৯ সালে) ৫০ হাজার পোঁছায় ৭৫ দিনে।।।

ইনফ্লুয়েঞ্জা তে আক্রান্তের হার যদিও ১২০ কোটি হয়েছিলো,, তথাপি মৃত্যুর হার খুবই কম ছিলো,
যা করোনার চেয়ে ৪০ গুন কম, আমাদের বডির ইমিউন সিস্টেম ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ভালো ভাবে কাজ করেছে যা করোনার ক্ষেত্রে হচ্ছেনা।।

লিখেছেন:
ডাঃ ইসমাইল আযহারি
(এম,বি,বি,এস)
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাঁসপাতাল

আপনার মতামত দিন :