বাংলাদেশকে মেডিকেল উপকরণ উপহার দিলো তুরস্ক

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তুরস্ক৷ এরই অংশ হিসেবে বাংলাদেশকে বেশ কিছু মেডিকেল উপকরণ উপহার দিয়েছে দেশটি ৷ আজ রোববার (৭ জুন) তাদের পাঠানো এসব উপহার সামগ্রী ঢাকা পৌঁছায়। এই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে দেশটি৷

বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সির (টিকা) মাধ্যমে বাংলাদেশকে এক হাজার N95 মাস্ক, পাঁচ হাজার মেডিকেল মাস্ক, এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) স্যুট ও দুইটি ভ্যান্টিলেটর উপহার প্রদান করা হয়৷

রাজধানী ঢাকায় মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পররাষ্ট্র সচিব খলিলুর রহমান এই উপহার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এবং তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সির বাংলাদেশ কো-ওর্ডিনেটর ইসমাইল গুনডোগডু৷

তুর্কি রাষ্ট্রদূত ওসমান তুরান বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি ক্রমাবনতি হচ্ছে৷ এ সময় এ মেডিকেল সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের সম্পর্ককে মজবুত ও দীর্ঘস্থায়ী করবে৷

তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সির বাংলাদেশ সমন্বয়ক ইসমাইল গুনডোগডু বলেন, বন্ধুপ্রমিত বাংলাদেশকে করোনা মোকাবেলায় এই সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সি বাংলাদেশে তাদের বিভিন্ন প্রজেক্ট চালিয়ে যাচ্ছে৷ এর মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা৷

আপনার মতামত দিন :