বেসরকারি হাসপাতালের আইসিইউ রাষ্ট্রীয়ভাবে রিকুইজিশন চেয়ে রিট Emon Emon Chowdhury প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো (আইসিইউ) রাষ্ট্রীয়ভাবে রিকুইজিশন করতে উচ্চ আদালতে রিট করেছেন একজন চিকিৎসক। এতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম ও ঢাকার জেলা প্রশাসকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। আজ রোববার (৭ জুন) সকালে হাইকোটের ভার্চুয়াল আদালতে জনস্বার্থে রিট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেপুটি রেজিস্ট্রার শেখ আবদুল্লাহ আল মামুন। সূত্রে জানা যায়, করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য এই আবেদন করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী আইসিইউ সংকটের কারণে মৃত্যুবরণ করার খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরই পরিপেক্ষিতে করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো রাষ্ট্রীয়ভাবে রিকুইজিশন করতে এই আবেদন। একইসঙ্গে আইসিইউর উপযুক্ত ব্যবহার ও দেশে সেন্ট্রাল বেড ব্যুরো বাস্তবায়নে এ রিট করা হয়েছে। রিটকারীর পক্ষে আইনজীবী ঈয়াদিয়া জামান হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটাটি দাখিল করেন। এ বিষয়ে আইনজীবী ঈয়াদিয়া বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ১২ সেকশন ২ (১১) ২৫ ও ২৬ ধারায় দুর্যোগকালীন যেকোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের চিকিৎসাজনিত সুবিধাদি রাষ্ট্র গ্রহণ করতে পারে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিচালনা করে জনগণকে সাংবিধানিকভাবে সেবাদান নিশ্চিত করার সুযোগ রয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক এ আইনের মাধ্যমে বেসরকারি হাসপাতাল হুকুম দখল করে সুবিধাদি পরিচালনা করার অধিকার রাখেন।’ তিনি আরও বলেন, সারাদেশে বেসরকারি হাসপাতালগুলোর ৮৭ হাজার ৬১০টি বেড রয়েছে। দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও বেসরকারি হাসপাতালগুলো করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে এগিয়ে আসছে না। ফলে দেশের সরকারি হাসপাতালগুলোতে বেড ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় ওই হাসপাতালগুলোর আইসিইউ সেবা না পেয়ে অনেক নাগরিক মারা যাচ্ছেন। এর আগে গত শুক্রবার চট্টগ্রামে করোনাভাইরাস মোকাবিলায় আইসিইউসহ বেসরকারি হাসপাতালগুলোকে রাষ্ট্রীয়ভাবে রিকুইজিশন করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে অ্যাকশন অ্যাগেইনস্ট করোনা, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনটি কফিন মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন। মারা গেছেন ৮৮৮ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। আপনার মতামত দিন : SHARES আইন-আদালত বিষয়: