করোনায় একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২ জনের মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও দুই হাজার ৭৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জনে।

আজ রোববার (৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে ৫২টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জন। আক্রান্তদের মধ্যে একদিনে রেকর্ড ৪২ জনের মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে মারা যাওয়াদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ নিয়ে মোট মোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকার ৩৮ টি এলাকাকে ইয়োলো জোনে ভাগ করে আংশিক লকডাউন এবং সারাদেশে ৫০ টি জেলার ৪০০ উপজেলা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন। মারা গেছেন ৮৮৮ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১০ হাজার ১৪ জন। মৃতের সংখ্যা চার লাখের অধিক । সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮৮ হাজার ৪৩২ জন।

আপনার মতামত দিন :