দেশের করোনা পরিস্থিতি এবং লাল-সবুজ লকডাউনের নামে ভীমরতি

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

ড. মুহাম্মাদ সরোয়ার হোসাইন :

আজকে বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে যে লক্ষণহীন/উপসর্গহীন আক্রান্ত ব্যক্তি করোনা ছড়ায় না (Asymptomatic spread of coronavirus is ‘very rare,’ WHO says) কিন্তু সামাজিক দূরুত্ব এবং কন্টাক ট্রেসিং এর মূলনীতিতে ছিল এই লক্ষনহীন করোনা কেইস! এখন পলিসি কি হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী তো বেশি বেশি টেস্ট করার আর দরকার নেই! তারমানে এই ভাইরাস সম্পর্কে কেউ ঠিকমত প্রেডিকশন করতে পারছে না! কারোর স্ট্রেটেজি ঠিকমত কাজ করছে না!

আমেরিকা-ইউরোপে বড় বড় মিছিল হচ্ছে। কিন্তু সেই তুলনায় করোনা সংক্রামনের হার তেমন বাড়ছে না যদিও প্রতিদিন অনেক মারা যায়। বিশ্বমিডিয়া আর করোনাকে ভয়ংকর হিসেবে দেখাচ্ছে না; তাই জনমনে সাহস সঞ্চার হয়েছে, আতংক কেটে যাচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে সম্ভবত করোনা খুব ধীরে ছড়াচ্ছে। জনসংখ্যার ঘনত্ব বেশী হওয়ার কারনে তাড়াতাড়ি ছড়ানো কথা ছিল। পরিবেশগত কারনে এমন হতে পারে।

দেশে করোনা নতুন কেইস, এবং মৃত্যু বাড়ছে। দেশ কি আমেরিকার-ইতালি-স্পেন­ের মত হতে যাচ্ছে? সম্ভবত না।

হাই-প্রোফাইল লোক বেশি মারা যাওয়ার কারনে করোনা আতংক দেশে জেকে বসেছে। সবাই এখন নতুন কেইস এবং মৃত্যু কাউন্টে ফোকাস করছে।

আতংক ছড়িয়ে কী করোনা মোকাবেলা করা যাবে? উত্তর- না। যেদেশে ৪০০-৫০০ মত আইসিইউ বেড সে দেশে বেশির ভাগ মানুষের চিকিতসা পাওয়ার সম্ভাবনা নেই। এটা মেনে নিয়েই মনকে শক্ত রেখে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

করোনার জগাখিচুরি পাকিয়ে এখন লাল-সবুজ লকডাউন নামক অচল কনসেপ্টের কারনে দেশে বিপদ আরো বাড়বে। অন্য রোগীরাও মারা যাবে, সামনের কঠিন সময় আরো তীব্র হবে।

ড. মুহাম্মাদ সরোয়ার হোসাইন
নির্বাহী পরিচালক,বায়োমেডিক্যা­ল রিসার্চ ফাউন্ডেশন(বিআরএফ)
সহযোগী অধ্যাপক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ

আপনার মতামত দিন :