ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উপস্থাপক ও বক্তাদের সমীপে : ডা. সামসুল হুদা বড় M. Mijanur M. Mijanur Rahman প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ায় যারা উপস্থাপনা করেন এবং বিভিন্ন সময়ে প্রোগ্রাম করেন তাদেরকে আমি সম্মানের সাথে কিছু কথা বলতে চাই। গত বৃহস্পতিবার চ্যানেল আই এ একটি অনুষ্ঠান হয়।জীবনের গল্প নামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহরিয়ার নাজিম জয়।পর্ব ছিল ২৮ নম্বর। যেখানে উপস্থিত ছিলেন ঢাকার দক্ষিণ সিটির মেয়র এবং গাজীপুরের মেয়র মহোদয়। আরো উপস্থিত ছিলেন দুদকের উপ কমিশনার জনাব আমিনুল ইসলাম এবং ডাক্তার আব্দুর নুর তুষার। প্রশ্নোওর পর্বে আলোচনার এক সময়ে – উপ কমিশনার জনাব আমিনুল ইসলাম সাহেব স্বাস্থ্য বিভাগের বিভিন্ন হাসপাতালের চিত্র তুলে ধরেন। ডাঃ আব্দুর নুর তুষারকে বলেন, অনেকগলো উপজেলা সরকারি হাসপাতাল পরিদর্শন কালে আমি দেখতে পাই যে — হাসপাতালে ঔষধ থাকা স্বত্তেও রোগীরা ঔষুধ পাচ্ছেন না। মেশিনারী বেশিরভাগ নষ্ট। ইমার্জেন্সিতে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও নেই। আবাসিক মেডিকেল অফিসার জানেন না ইএমও ব্যাপারে। সিএস বরাবর খোঁজ নিলাম ইএমও ছুটি নিয়েছেন কিনা। তিনি বললেন ছুটি নেন নি। অবশ্য ইএমও-র চেয়ারে বসে রোগীদের অন্য কেউ দেখছিলেন, চিকিৎসা দিচ্ছিলেন। প্রশ্ন করে জানতে পারলাম তাদের পদবি স্যাকমো। ডাঃ আব্দুর নুর তুষারকে প্রশ্ন করেন যে — উপজেলা লেভেলের সরকারি হাসপাতালের এই যে অব্যবস্থাপনা এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি ? ডাঃ তুষার বলেন এরাতো স্যাকমো। এদেরকে স্বাস্থ্য বিভাগে চাকুরী দেয়াটা অন্যায়। আমি ডা. সামসুল হুদা বড় এখানে স্যাকমো কথাটার পূর্ণ ব্যাখ্যা দিতে চাই। সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। সংক্ষেপে S.A.C.M.O-এস এ সি এম ও। নট স্যাকমো । ডাঃ তুষার বিভিন্ন ভাবে যার ব্যাখ্যা দিতে থাকেন অত্যন্ত কুরুচিপূর্ণ ভাবে, সেইসাথে স্যাকমো বলেন। এসব করেন আমাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে। আমি ডাঃ আব্দুর নুর তুষারকে বলতে চাই — আপনি কি সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সম্পর্কে সবকিছু জেনে বুঝে কথা গুলো বলেছেন ? ইচ্ছে করে এ গ্রুপটিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ? নাকি অন্য কোন উদ্দেশ্য আছে ? যদি জেনে বুঝে এটা করে থাকেন — সম্পূর্ণই আপনি মিথ্যাচার করেছেন। এবার তাহলে জেনেনিন সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO-এসএসিএমও) সম্পর্কে — (১) জাতির পিতা বঙ্গবন্ধুর — প্রথম পাঁচশালা পরিকল্পনায় মধ্যম শ্রেণির চিকিৎসক তৈরির উদ্দেশ্যে এই মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স (ডিপ্লোমা) পরিচালিত হয় মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) সমূহে। (২) বাংলাদেশে (এম বি বি এস) সহকারী সার্জন/মেডিকেল অফিসার স্বল্পতার কারণে তাদের বিপরীতে শূন্য পদে (ডি এম এফ) সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দান। (৩) বি এম ডি সি হতে -ডি ক্যাটাগরির রেজিস্টার্ড ডিপ্লোমা চিকিৎসক। যারা চিকিৎসা এবং ফিটনেস সার্টিফিকেট দিতে ক্ষমতা প্রাপ্ত। (৪) চার বছরের কোর্স (তিন বছর একাডেমিক, এক বছর ইন্টার্নীশীপ)। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডি এম এফ) ডিপ্লোমা ডিগ্রি সনদ প্রাপ্ত। (৫) মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের গেজেট অনুযায়ী এবং উচ্চ আদালতের রায় অনুযায়ী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবিটি প্রাপ্ত। যাহা কাহারো দয়ায় দান নয়। শুধু তাই নয়- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের ১৯৭৬ সালের MATS তৈরির PROJECT PROFORMA, ১৯৮৫ সালের মাইনিউটসের লিখিত দলিলিক প্রতিশ্রুতি মোতাবেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের ৫ বছর সন্তোষজনক সার্ভিস সাপেক্ষে সহকারী মেডিকেল অফিসার AMO, ১২ বছর সন্তোষজনক সার্ভিস সাপেক্ষে পদোন্নতিতে মেডিকেল অফিসার MO পদবি প্রাপ্ত হওয়ার কথা। যা অদ্যাবধি বঞ্চিত আছি। (৬) বাংলাদেশে এখন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বলে কোনো কথা নেই। গ্রেডিং সিস্টেম চালু হয়েছে। চিকিৎসক নবম গ্রেড, ডিপ্লোমা চিকিৎসক এগারতম গ্রেড। (৭) মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক নামের পূর্বে ডাক্তার লেখার রুল — IN THE SUPREME COURT OF BANGLADESH. HIGH COURT DIVISION (SPECIAL ORIGINAL JURISDICTION) WRIT PETITTON NO.2730 OF 2013 In the matter of: Md.Shamsul Huda- Sub Assistant Community Medical Officer. Hat Pangashi, Sub Health Center, Sirajganj Sadar, District – Sirajganj, Convenor of Bangladesh Diploma Medical Association. Versus : 1,2,3,4,5,6, Pending hearing of the Rule, the respondents are directed that persons holding Degree of D.M.F & Designation the Sub – Assistant Community Medical Officer degrees granted by the respondent No.1 should not be arrested and threatened with arrest and/or be subjected to criminal proceedings under the Medical & Dental Council Act, 2010 in the course of rendering professional services &for using the prefix ‘Dr’ before his name for a period of 3 (three) months from date. The 09th day of November, 2015. Mr. Md Saidur Rahman Advocate. ————- for the petitioner. The direction granted earlier by this Court is hereby extended for till disposal of the Rule. এর আগেও তুষার সাহেব আপনি বহু জায়গায় বহুবার এস এ সি এম ও দের বিরুদ্ধে নানান রকম বাজে কথা বলেছেন। মোঃ আমিনুল ইসলাম সাহেব অনেক হাসপাতাল ভিজিট করেও আমাদের বিষয়ে ভালো কিছু বলেননি — সর্বোপরি উনি স্বীকার করেছেন যে, উনি শুধু স্যাকমোদের সব জায়গায় ডিউটিরত পেয়েছেন। এটাই সারা বাংলাদেশের চিত্র। প্রান্তিক জনগোষ্ঠীর করোনা ভাইরাস কোভিড-১৯ এর সম্মুখ যোদ্ধা এই স্যাকমোরাই। তুষার সাহেব মানুষকে নূন্যতম সম্মানটুকু করতে শিখুন। এতো হিংসা কেন? কার বিরুদ্ধে এতো হিংসা ? এস এ সি এম ও (স্যাকমো) রা তো তারা আপনাদের সমমান দাবী করে না। তাহলে এভাবে অসম্মান করার স্পৃহাটা আপনাদের কোথা থেকে আসে ? আপনাকে কে সম্মান করবে ? মাথায় রাখবেন, আজ পর্যন্ত কোনো মানুষ কাউকে ছোট করে বড় হতে পারেনি। আজও ভদ্র ভাষায় আপনার অভদ্রতার জবাব দিলাম। এরপরেও যদি আপনি এ জাতি অর্থাৎ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়ে একটি কটুক্তি করেন তাহলে আপনার সাথে মহামান্য হাই কোর্টে দেখা হবে। ডা. সামসুল হুদা বড় সাবেক- সভাপতি, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। আপনার মতামত দিন : SHARES অন্যান্য বিষয়: