ম্যাটস এর দুই স্টুডেন্টস কে বাস চাপা দিয়ে হত্যাকারী বাস চালক গ্রেফতার

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

গত ইং ১৬/০২/২০২০ তারিখ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন গোলচত্বর নামক স্থানে রাস্তা পারাপারের সময় উত্তরবঙ্গ হইতে আসা ঢাকাগামী একটি গোবিন্দগঞ্জ স্পেশাল বাস, যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১১-৯৯৭৫ এর গাড়ীর চাকা পৃষ্ট হইয়া টাঙ্গাইল জেলা ২৫০ শয্যা বিশিষ্ঠ্য জেনারেল হাসপাতালে ইর্ন্টার্নিরত ০১। মাঈন উদ্দিন হামিম (২২) পিতা-মৃত মোছলেহ উদ্দিন, সাং-মনোহরপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর ০২। সাদিয়া রহমান নদী (২৬) পিতা-সায়েদুর রহমান, সাং-তরগাঁও, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর ঘটনাস্থলে নিহত হয়। উক্ত দূর্ঘটনা ঘটাইয়া বাসের চালক দ্রত পালিয়ে যায়। উক্ত দূর্ঘটনা সংক্রান্তে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত দূর্ঘটনা মামলার আসামী গ্রেফতার করার লক্ষ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ, কাজী আয়ূবুর রহমান এর নেতৃত্বে ও এসআই/ জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া গাইবান্ধা জেলা গোবিন্ধগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অদ্য ইং ১৮/০২/২০২০ তারিখ মধ্যরাতে ঢাকা মেট্রো-ব-১১-৯৯৭৫ বাসের চালক মোঃ শাইনুল ইসলাম (৩৪) পিতা-মৃত আলেপ উদ্দিন, সাং-আরজী সাহাপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

কার্টেসিঃ বঙ্গবন্ধু সেতু পুর্ব থানা।।

আপনার মতামত দিন :