বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও একটি প্রত্যাশা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

স্বাস্থ্যসেবা একটি দলভূক্ত কর্মযজ্ঞ (Team work). সেবাপ্রদান সংশ্লিষ্ট সকলের সমগুরুত্ব আরোপিত হলেই কেবল জনস্বাস্থ্য নিশ্চিত সম্ভব।
শুধুমাত্র পর্দার সামনে লোকবল বাড়ালে চলবেনা।পর্দার আড়ালে কর্মরত কর্মীদের প্রতি বিশেষ নজর দেওয়া অনেক আগেই প্রয়োজন ছিল।কোভিড-১৯ চলাকালীন অনেক ঘটনাবহুল সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্ব পরিবর্তন হলো।একজন নাগরিক হিসাবে প্রত্যাশা করি স্বাস্থ্য ব্যবস্থা হোক জনবান্ধব। স্বাস্থ্য সেবার সাথে জড়িত কোন বিশেষ শ্রেণীকে শুধু এগিয়ে নেওয়া আর বিশেষ শ্রেণীকে অবজ্ঞা করার অনুশীলন পরিহার করতে হবে। যার যা প্রাপ্য মর্যাদা তা নিশ্চিত করতে হবে।
Primary Health Care (PHC) Service থেকে Tertiary Health Care Service পর্যন্ত স্বাস্থ্য সেবাকে সুবিন্যস্ত করতে হবে।এবং কোথাও কোন লোকবল ঘাটতি রাখা যাবেনা।স্বাস্থ্য অর্থনীতি সবল হলে জনসংখ্যা নিরোগ থাকবে।জনশক্তি পরিণত হবে জনসম্পদে।তাহলে সামষ্টিক অর্থনীতি স্বয়ংক্রিয় ভাবেই প্রবৃদ্ধির মাইল ফলক তৈরি করবে।

এ প্রত্যাশা সেদিন পরিপূর্ন তৃপ্তি লাভ করবে যেদিন একজন বাংলাদেশিও উন্নত চিকিৎসার নামে বিদেশ নয় বরং বিদেশীরাই চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে…

শহিদুল ইসলাম বেলাল
চিকিৎসা প্রযুক্তিবিদ ও রোগতত্ত্ববিদ
লেকচারার, আইএইচটি, রাজশাহী।

আপনার মতামত দিন :