করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০০৯ Emon Emon Chowdhury প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৩৫ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনে। আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের মোট ৮২টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন পরীক্ষায় করোনা ৩ হাজার ৯ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন মোট ৩ হাজার ৩৫ জন। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ২৯২ জনে। প্রসঙ্গত,গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায়ে পরা প্রাণঘাথী এ ভাইরাসে এখন পর্যন্ত মোট এক কোটি ৬৭ লাখ ৪১ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছে ছয় লাখ ৬০ হাজারের অধিক। তবে প্রায় এক কোটি মানুষ সুস্থ হয়েছেন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্তি রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: