আগস্ট মানেই শোকের মাস শ্রদ্ধাঞ্জলি, (এসবিজিএসএন) মাহবুব হাসান (রিফাত).! Ashraful Ashraful Islam Akash প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ মেডিনিউজবিডিঃ মাহবুব হাসান (রিফাত) “যতকাল রবে পদ্মা, মেঘনা গৌরী , যুমনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান ” বাঙ্গালি জীবনে আগস্ট মানেই শোকের মাস , বেদনার মাস । বছর ঘুরে আবার এসেছে বাঙ্গালি জাতির ইতিহাসে রক্তের আখরে লেখা শোকাবহ আগস্ট। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি , সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে চিরঞ্জীব নেতা ও দেশ মাতৃকার বাংলাদেশের অগ্রনায়ক কে শ্রদ্ধার সাথে স্মরন করছি। শোকের মাস প্রত্যেয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্তে আবার উদ্দীপিত হবে বাঙ্গালি জাতি । ইতিহাসে সর্বকালের সাহসী সৈনিক আপোষহীন সংগ্রামী নেতার চেতনায় উদ্বুদ্ধ হোক দেশগড়ার প্রেরণা । জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার এবং তার রেখে যাওয়া সোনালী সম্ভাবনাময় বাংলাদেশেকে বিশ্বের মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করার দৃয় প্রত্যেয় বাংলাদেশের সকল নার্সিং স্টুডেন্টদের নিয়ে কাজ করা SBGSN এর সকলে প্রতিজ্ঞ ও ঐক্যবদ্ধ । শোকের মাস শোকই হোক নতুন প্রজন্মের শক্তি উন্নত বাংলাদেশ গড়ার সপ্নই হোক জাতীয় শোক দিবসের অঙ্গীকার । আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: