মৌলভীবাজার জেলা বিপিডিএ উদ্যোগে ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০ মিজানুর রহমান (স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার) : রবিবার, (৯ আগষ্ট) দুপুর ২ ঘঠিকার সময় মৌলভীবাজার জুগিডরস্থ মৌলভীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আালাউর রহমান টিপু সাহেবের আম্মা ও মাওঃ নাসির উদ্দীন এর রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজার জেলা বিপিডিএ উদ্দ্যোগে ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। ডাঃ মাও শাহ অলিউর রহমানের সভাপতিত্ব ও ডাঃ তাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপিডিএ সিলেট বিভাগের সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান সিমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ চাম্পা লাল দে, ডাঃ হেলাল খান, ডাঃ আব্দুস সালাম, ডাঃ আফিকুল ইসলাম, ডাঃ রামেন্দু দাস, ডাঃ সুকুর মোহাম্মদ, আরো উপস্থিত ছিলেন বিপিডিএ মিডিয়া পার্টনার সিলেটি দৃষ্টির পরচালক তারেকুর রহমান নাজু, কোরআন তেলায়াত করেন মাওঃ মামুনর রশীদ, দোয়া পরচালনা করেন মাঃ নিজাম উদ্দীন। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: