করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬১৭

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে। এ সময় আরও দুই হাজার ৬১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬৯ হাজার ১১৫ জন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু নমুনাসহ মোট ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা  ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় দুই হাজার ৬১৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এতে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে।

এতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৮২ জনসহ মোট এ নিয়ে মোট এক লাখ ৫৪ হাজার ৮৭১ জন রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৫ লাখের অধিক। আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাত লাখ ৫০ হাজারের অধিক। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ২৮ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।এরপর গত ১৯ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে দেশ।

আপনার মতামত দিন :