কমছে করোনা পরীক্ষার ফি, ২/১ দিনের মধ্যে প্রজ্ঞাপন Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০ করোনা শনাক্তে নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল অথবা পরশু দিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। এর পর থেকে নতুন ফি কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হচ্ছে। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে লাগবে ৩০০ টাকা। তিনি জানান, সব কিছু প্রায় চূড়ান্ত। মন্ত্রী ফাইলে স্বাক্ষর করলেই ২/১ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এর পর থেকে সরকারিভাবে বিনা ফিতে এই পরীক্ষা করা হতো। পরে ২৯ জুন এতে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। এতে বলা হয়, হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করানোর জন্য ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা। এ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারের এমন সিদ্ধান্তকে যৌক্তিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন কোনো কোনো বিশেষজ্ঞ। তাদের মতে, এ সিদ্ধান্তে অপ্রয়োজনীয় পরীক্ষার হার কমার পাশাপাশি রাষ্ট্রের অহেতুক খরচও কমবে। তবে এতে পরীক্ষার হার কমে গিয়ে এ মহামারী আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করেন কেউ কেউ। তারা বললেন, এর মাধ্যমে কতিপয় সুবিধাবাদী ব্যক্তির অপ্রয়োজনীয় নমুনা পরীক্ষা বন্ধ করতে গিয়ে দরিদ্র মানুষকে বেকায়দায় ফেলা হলো। সৌজন্যে : মেডিভয়েস। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: