রংপুর আইএইচটির কৃতি ছাত্রী বাফুফে এর ফিজিও Medinewsbd Medinewsbd .com প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ প্রতিনিধিঃ মশিউর রহমান রংপুর আইএইচটি এর পঞ্চম ব্যাচ ফিজিওথেরাপি অনুষদের কৃতি ছাত্রী জামিয়াতুল ইসলাম রিক্তা 2019-20 ওমেন্স ফুটবল লিগ এর কুমিল্লা ইউনিটের ফিজিও হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। তার এই প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে আমাদের বলেন তার এই কৃতিত্বের পিছনে কুড়িগ্রাম স্টেডিয়ামের কর্মকর্তাদের বিরাট ভূমিকার কথা। তিনি রংপুর আইএইচটি থেকে ফিজিওথেরাপি অনুষদ হতে ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ করে । বর্তমানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হেলথ সাইন্সেস এ বিএসসি ইন ফিজিওথেরাপি তে অধ্যায়নরত রয়েছে । তার এই প্রাপ্তি আগামীতে ক্রীড়াঙ্গনে ফিজিও হিসেবে কাজ করার জন্য আরো অনুপ্রেরণা যোগাবে। আপনার মতামত দিন : SHARES ফিজিওথেরাপি বিষয়: