নোয়াখালী জেনারেল হাসপাতালে শীঘ্রই চালু হচ্ছে মডেল কিডনী ডায়ালাইসিস ইউনিট ও কিডনী ওয়ার্ড

Shahadat Shahadat

Hossain

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

মোঃ শাহাদাত হোসেনঃ-

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,নোয়াখালী তে শীঘ্রই চালু হতে যাচ্ছে ২০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক মডেল কিডনি ডায়ালাইসিস ইউনিট(১০+১০),মডেল কিডনি ওয়ার্ড(১৬ শয্যাবিশিষ্ট), হেপাটাইটিস বি ও সি পজিটিভ রোগীদের জন্য ডেডিকেটেড ডায়ালাইসিস ইউনিট ,অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্দ ডায়াগনস্টিক ল্যাব স্থাপন সহ বিদ্যমান ডায়ালাইসিস ইউনিটের আধুনিকায়নও সম্প্রসারনের কাজ।

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনী বিভাগের প্রধান ও প্রখ্যাত কিডনী বিশেষজ্ঞ ডাঃ ফজলে এলাহী খাঁন এর  ঐকান্তিক প্রচেষ্টায় শীঘ্রই চালু হতে যাচ্ছে এই সেবা কার্যক্রম। যাতে ক্রমে দুর্ভোগ লাঘব হবে কিডনী রোগে আক্রান্ত হত-দরিদ্র ও  নিম্ন মধ্যবিত্ত শ্রেণির পেশার জনসাধারণে।

দেশের জেলা সদর হাসপাতাল পর্যায়ে এমন কার্যক্রম এই প্রথমই। এর আগেও দেশের জেলা সদর হাসপাতাল পর্যায়ে ২য় কিডনী ডায়ালাইসিস ইউনিট  টি এখানেই স্থাপিত হয়।

এই বিষয়ে আমাউমেক এর কিডনী বিভাগের প্রধান ডাঃ ফজলে এলাহী খাঁন জানান, চলতি মাসেই আমরা মডেল কিডনি ডায়ালাইসিস  ইউনিট, কিডনী ওয়ার্ড সহ এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম চালু করবো। যাতে করে কিডনী রোগে আক্রান্ত কেউই কোন পরীক্ষা নিরীক্ষা কিংবা সেবার জন্য নোয়াখালীর বাহিরে না যেতে হয়। আমরা আশা রাখি এর থেকে শুধু নোয়াখালীই নয় পাশ্ববর্তী অন্যান্য জেলার জনসাধারণ ও সেবার সুযোগ পাবে।

 

আপনার মতামত দিন :