যুক্তরাজ্যে ৬ জনের অধিক জমায়েতে নিষেধাজ্ঞা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় যুক্তরাজ্য জুড়ে করোনা বিষয়ক বিধি-নিষেধ অনেকটাই শিথিল রয়েছে। তবে এর মধ্যেই দেশটিতে পুনরায় করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ায় নতুন করে ব্যাতিক্রম ছাড়া ছয় জনের অধিক মানুষ জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতিতে বিচলিত ইংল্যান্ড কিছু ব্যতিক্রম বাদে চার দেওয়ালের ভেতরে-বাইরে সর্বত্র একসঙ্গে ৬ জনের বেশি সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ রুখতে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। বিধি-নিষেধ অমাণ্যকারীদের ১০০ পাউন্ড থেকে সর্বোচ্চ ৩ হাজার ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানারও ঘোষণা দিয়েছে বরিস জনসন সরকার।

এতে আরও বলা হয়, স্কুল, অফিস, কোভিড-সুরক্ষিত বিয়ের অনুষ্ঠান, শোকসভা এবং দলবদ্ধ খেলাধুলা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকছে।যেই পরিবারে ছয় জনের অধিক মানুষ আছে তারাও এই বিধি-নিষেধের বাইরে থাকবে। ছয় জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোথায় কোথায় ছাড় দেওয়া হবে যুক্তরাজ্য সরকার পরে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে। আগামী বুধবার দেশটির প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলেও জানিয়েছে বিবিসি।

এর আগে বরিস জনসন বলেন, ‘ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আমরা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ম সহজ ও জোরদার করেছি, যেন তা বুঝতে সুবিধা হয় এবং পুলিশও তা কার্যকর করতে পারে। জনসাধারণের জন্য এসব নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাজ্যে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সরকারের একাধিক মন্ত্রী। দেশটিতে নতুন শনাক্তদের অধিকাংশই ১৭ থেকে ২৯ বয়সী বলেও সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটি। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৫৪ হাজার ৯৩২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪১ হাজার ৬৭৫ জন।

আপনার মতামত দিন :