আইইবি`র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকরা সম্মাননা পেলেন Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ফ্রি টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেয়া হয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে প্রকৌশলী পরিবারের ৬৩ জন চিকিৎসক নিয়ে দেশে প্রথম ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করে আইইবি। এরপর থেকে আইইবি’র চিকিৎসকরা সারাদেশে প্রকৌশলীসহ ৬৩৮৪ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইনে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেয়া হয়। যা পরবর্তীতে এসব চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইইবি’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, আইইবি’র সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু)। আইইবি টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. রনক আহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আইইবি’ টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী খায়রুল বাসার। আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকবৃন্দও অনলাইনে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে প্রকৌশলী এবং চিকিৎসকগণ সব সময় কাজ করছে। এর আগে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ দেশের ক্রান্তিলগ্নে দেশের মানুষকে বিনামূল্যে সেবা দেয়ার অনুভূতি জানান। আপনার মতামত দিন : SHARES Uncategorized বিষয়: