করোনাকালে বিদেশে চিকিৎসক পাঠানোর সুযোগ নেই Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ চিকিৎসক নিয়োগের জন্য সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালদ্বীপ থেকে চিঠি পাঠানো হয়। তবে বর্তমানে বাংলাদেশের চিকিৎসক বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-৩ অধিশাখার উপ সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিকিৎসক নিয়োগের ব্যাপারে চিঠি পাঠানো হয়। চিঠির জবাবে বলা হয়েছে, বর্তমানে সারাবিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। বাংলাদেশ এর মারাত্মক প্রভাব পড়েছে। এই দুর্যোগ মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার নতুন করে চিকিৎসক নিয়োগ করেছে। তাই করোনা মহামারির এই সময়ে বিদেশে চিকিৎসক পাঠানোর সুযোগ নেই। আপনার মতামত দিন : SHARES নোটিশ বোর্ড বিষয়: