শুরু হতে যাচ্ছে “জিবিডিএস ক্যারিয়ার এবং উদ্যোক্তা প্রশিক্ষণ “

Shayed Shayed

Afride

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

বিশ্বায়নের এই যুগে কিভাবে নতুন প্রতিযোগিতা এবং নানাবিধ প্রতিবন্ধকতা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তরুণদেরকে সফল হওয়ার জন্য কাজ করছে গণবিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার এবং উদ্যোক্তা ডিপার্টমেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় উদ্যোক্তা প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই কমার্স (উই) এবং দেশসেরা কর্পোরেট ব্র্যান্ডিং প্রতিষ্ঠান “এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় ” স্বাধীনতা ৭১” নিবেদিত “জিবিডিএস ক্যারিয়ার এবং উদ্যোক্তা প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হবে।

পোস্ট কোভিড-১৯ বা করোনা পরবর্তী অনিশ্চিত পৃথিবীতে নিজেকে খাপ খাইয়ে নিতে ও টিকে থাকতে প্রয়োজন হবে বিশেষ কিছু জীবন-ঘনিষ্ট দক্ষতার। আমাদের দেশের তরুণদের সেই দক্ষতাগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে ও দক্ষ করে গড়ে তুলতেই আমাদের এই প্রয়াস।

✔✔ কি কি থাকছে?
কোর্স সিরিজটি সাজানো হয়েছে মোট ১০ টি মাইক্রো লেভেলের কোর্সের মাধ্যমে। করোণা পরবর্তী সময়ে নিজের মনো-দৈহিক পরিচর্যা থেকে শুরু করে জীবন ও জীবিকার জন্য প্রয়োজনীয় দক্ষতা যেমন নেটওয়ার্কিং, প্রেজেন্টেশন, প্রফেশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক মানের সিভি প্রস্তুতি, পার্সোনাল ব্র্যান্ডিং সহ রয়েছে এসময়ের বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। উদ্যােক্তাদের মার্কেটিং থেকে ব্র্যান্ডিং, প্রাইস রেট সিলেকশন সহ সকল বিষয়ে জানানো হবে কোর্সের মাধ্যমে।

✔✔ রিসোর্স পার্সনঃ
রিসোর্স পার্সন হিসেবে থাকছেন দেশ বরেণ্য ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের সিইও,কুরিয়ার সার্ভিস কোম্পানির সিইও, স্টার সিনপ্লেক্সের এইচ আর এন্ড এডমিন, উই এর এডমিনিস্ট্রেশন প্যানেলের ৩ জন, উই এর সফল উদ্যোক্তা ৩ জন সহ টপিক সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা।

 

✔✔ কাদের জন্য কোর্সটি ?
জিবিডিএসের কোর্সগুলো মূলত তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা এবং যারা ভবিষ্যতে ক্যারিয়ার এবং উদ্যোক্তা হয়ে কাজ করতে ইচ্ছুক।

কোর্স মূল্য এবং অন্যান্যঃ-
কোর্সের নামমাত্রমূল্য ৭০ টাকা। উক্ত ট্রেইনিং কোর্সটি করার পর দেশসেরা প্রতিষ্ঠান উই এবং এক্সিলেন্স বাংলাদেশের ট্রেইনারদের সাইন সম্বলিত সার্টিফিকেট প্রধান করা হবে। এসব সার্টিফিকেট লিংকড-ইনের বা বিডিজবসের প্রোফাইলের আপডেট দিয়ে নিজেদের সার্টিফিকেট কে আরো সমৃদ্ধ করতে পারবেন।
আবেদনের লিংকঃ https://surveyheart.com/form/5f590496a2c3fa55b432b05b

লিংক পূরণ করার পূর্বে
আপনার ফেসবুক প্রােফাইল লিংক টা কপি করে নিয়েন। আর বিকাশ বা রকেটে (৭০ টাকা + খরচ )সহকারে পাঠাবেন। বিকাশ এবং রকেট নাম্বারঃ 01515670917

✔✔ কোর্স পরিচালনাঃ
প্রতিটি কোর্স সরাসরি প্রশিক্ষকের তত্বাবধানে অনলাইনে পরিচালিত হবে। লেকচার ডেলিভারি মূলত বাংলায় হবে তবে প্রেজেন্টেশন স্লাইডগুলো ইংরেজিতে থাকবে।

✔✔ মূল্যায়ন ও সনদঃ
প্রতিটি মাইক্রো কোর্স শেষে এমসিকিউ ভিত্তিক ৩ টা প্রশ্ন দেয়া হবে। ৫ বার পরীক্ষা দেয়ার সুযোগ আছে। ২ টা প্রশ্নের উত্তর দিতে পারলে সার্টিফিকেট দিয়ে দেয়া হবে ইমেইলে।

পার্টনারঃ
জিবিডিএসের উদ্যোগটির সাথে একাত্মতা প্রকাশ করে পার্টনার হিসেবে যুক্ত হয়েছেঃ
“উইমেন এন্ড ই কমার্স (উই)” “এক্সিলেন্স বাংলাদেশ”
“স্বাধীনতা ৭১ ” “রাইজিং বিডি ডট কম” “পিবিএন ২৪”। এছাড়াও বিভিন্ন সমমনা জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে সম্ভাব্য কোলাবরেশন নিয়ে আলোচনা হচ্ছে।

আপনার মতামত দিন :