আইএইচটি’র স্থগিতকৃত পরীক্ষা নিয়ে কতৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের ভাবনা Subro Subro প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর অধিভুক্ত দেশের সকল ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) এর একযোগে জানুয়ারি মাসের চুড়ান্ত পরীক্ষা গত ২১/০৩/২০ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা ১৭/০৩/২০ তারিখে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে ৬ মাস অতিবাহিত হলেও স্থগিতকৃত পরীক্ষা নিয়ে কেউ কোন আগ্রহ দেখাইনি। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মনে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। চুড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা বিষয়ে জানতে চাইলে তারা জানাই- “পরীক্ষার প্রস্তুতি নেওয়া পরেও পরীক্ষা স্থগিত হওয়াই পড়াশোনার প্রতি আগ্রহী হারিয়ে ফেলছি, ফিল্ড ট্রেনিং শেষ করেছি পরীক্ষা হলে আমরা দেশের সংকটময় পরিস্থিতি কোভিড-১৯ এ নিজেদের সম্পৃক্ত করতে পারতাম সেটাও পারছিনা। তাছাড়া ৩ বছরের ডিপ্লোমা ৪ বছর প্রেরলেও শেষ করতে পারছি না, আমরা যারা ডিপ্লোমা করি সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান অল্প সময়ে পড়াশোনা করে পরিবারের হাল ধরতে হবে তা না পেরে উল্ট পরিবারের বোঝা হয়ে আছি। নার্সিং শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ৩১/১০/২০ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই তাহলে আমাদের স্থগিতকৃত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না কেন! দ্রুত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া অথবা অটো প্রমোশন এর দাবী জানাচ্ছি”। অপরদিকে অনেক শিক্ষার্থী পরীক্ষা নেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রদান করেন তারা বলেন-“কোভিড-১৯ পরিস্থিতির মাঝে পরীক্ষা নিলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, আমাদের সাধারণ শিক্ষার্থীদের কিছু হলে দায়ভার কে নিবে! তাই সকলকে অটো প্রমোশন দিয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হোক। অনেকের ভিন্ন ভিন্ন মতামত তবে চুড়ান্ত বর্ষের শিক্ষার্থী সহ প্রায় ১০/১২ হাজার শিক্ষার্থী পরীক্ষা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন তারা দ্রুত পরীক্ষা সংক্রান্ত সমাধান চায়। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে রাজশাহী আইএইচটি’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং ক্ষমতাবলে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের গভর্নিং বোর্ডের মেম্বার ডাঃ মোঃ আনোয়ারুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান- “যেহেতু কোভিড-১৯ পরিস্থিতির কারণে সকল ধরনের পরীক্ষা বন্ধ আছে তারই ধারাবাহিকতায় আইএইচটি’র শিক্ষার্থীদেরও পরীক্ষা স্থগিত হয়েছে আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির সাথে যোগাযোগ করেছি এসময়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আগ্রহী হলে তারা বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছে, সাধারণ শিক্ষার্থী যদি পরীক্ষা নেওয়ার বিষয়ে লিখিত আবেদ করে তাহলে সেটা আমরা যথাযথ কতৃপক্ষের নিকট পাঠাব। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করলে জানা যায় কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেটা নিয়ে তারা কাজ করছে। সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবে বলে জানান। তবে কবে নাগাদ পরীক্ষার সুরাহা হবে সে বিষয়ে কোন কথা বলেনি। আপনার মতামত দিন : SHARES ডিপ্লোমা চিকিৎসক কলাম বিষয়: