জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে উৎসর্গের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত ! Ashraful Ashraful Islam Akash প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ আশরাফুল ইসলাম আকাশ ঃ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় ভাবে আলোচনা সভা ও শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়। উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিটি জেলা শাখায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন করা হয়। উল্লেখ্য, ‘রক্তদানে উৎসাহিত করুন’ ও ‘জীবনের প্রয়োজনে জীবন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ১০ই ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠা হয় মানবতার সেবায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। এই ফাউন্ডেশনকে গতিশীল করার লক্ষ্যে জাতীয় স্বেচ্ছাসেবক সমন্বয়ক কমিটি কাজ করবে। উৎসর্গের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের মাঝে খাবার বিতরণ, বিভিন্ন দুর্যোগে জনসচতেনতা সৃষ্ট এবং মানবিক সহায়তা, করোনাকালে সরকারি-বেসরকারি ও বিভিন্ন গণমাধ্যম অফিসে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। আপনার মতামত দিন : SHARES স্বেচ্ছাসেবী সংবাদ বিষয়: