জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পাচ্ছে মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার

Omar Omar

Faruque

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

স্টাফ রিপোর্টারঃ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ছাত্র মোঃ শাহারিয়ার মিঞা সাহিদ পাচ্ছে দেশ ও সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখার জন্য ইয়াং বাংলা ও সিআরআই এর আয়োজনে বাংলাদেশর সবচেয়ে বড় তরুণ অ্যাওয়ার্ড।

প্রতি বছর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নানা ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ বদলে এগিয়ে আসা তরুণদের অনুপ্রেরণার পুরস্কার ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দিয়ে আসছেন।

করোনা মহামারী পরিস্থিতিতে শাহারিয়ার সাহিদ এর সংগঠন জাগ্রত তারুণ্য নানা ভূমিকা পালন করেছে সংগঠনটি ত্রান দেয়া,বিনামূল্যে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার দেওয়া,জনসচেতনতা, টেলিসেবা, মাদকমুক্ত তরুণ সমাজ ও নিরাপদ ইন্টারনেট নিয়ে কাজ করায় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০২০ইং মনোনয়ন পেয়েছে।
দেশের একমাত্র মেডিকেল শিক্ষার্থী হিসেবে দেশসেরা ৪৭ সেরা তরুনদের ভিতর শাহরিয়ার সাহিদ একজন।আজ রাত ৮ টায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সজীব ওয়াজেদ জয় অনানুষ্ঠানিক ভাবে ভার্চুয়াল মিটিং এ বিজয়ীদের নাম ঘোষণা করবেন।

সিআরআইয়ের তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’। এরপর থেকে প্রতি বছর সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া যুব উদ্যোক্তা ও সংগঠনকে অনুপ্রাণিত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড”দেওয়া হচ্ছে।

এ বছর ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ পাওয়া নড়াইলের কিশোর সাদাত রহমান এবং তার দল ‘নড়াইল ভলান্টিয়ার্স’ ২০১৮ সালে এই ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছিল।

আপনার মতামত দিন :