হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি Emon Emon Chowdhury প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ শাহ নিয়াজঃ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বেতন বৈষম্য নিরসন ও ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ই ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রির লিখিত প্রতিশ্রুতিঃ- স্বাস্থ্য পরিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য সহকারী ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধী সংশোধনসহ তিনদপা দাবি নিয়ে কর্মবিরতির ঘোষণা দিল ” বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ” সূবর্ণচর উপজেলা শাখা। তাদের ১ম দাবিঃ- নিয়োগবিধী সংশোধন করে স্নাতক ডিগ্রী সংযোজন, ২য় দাবিঃ- টেকনিক্যাল পদমর্যাদা ও ৩য় দাবিঃ- বেতন বৈষম্য নিরসনকল্পে স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান। এ কর্মবিরতি সারাদেশব্যাপি একযোগে পালন করা হচ্ছে বলে দাবি করেন আব্দুল্যাহ আল-মামুন (সভাপতি, হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সূবর্ণচর শাখা)। ইপিআই সহ হেলথ এসিস্ট্যান্টদের সকল কার্যক্রম এই ককর্মবিরতির আওতায় থাকবে বলে জানান দাবি বাস্তবায়ন কমিটির সদস্য জনাব নবী-আলম। উক্ত দাবিসমূহ আদায় ও এ সংক্রান্ত Government Order প্রকাশ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন সূবর্ণচর “হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন” এর সভাপতি ও দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব আবদুল্যাহ আল-মামুন। আপনার মতামত দিন : SHARES সংগঠন সংবাদ বিষয়: