গাজীপুরের শ্রীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়।

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

গাজীপুরের ব্লাড ডোনেশন সোসাইটি(বিডিএস) এর উদ্যোগে বিনামূল্যে স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শ্রীপুর উপজেলার টেপির বাড়ির মাতবর বাড়ির মোড়ে ২৭ নভেম্বর, ২০২০ শুক্রবার সারাদিন ব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্ভোধন করেন কবি নজরুল মডেল হাই স্কুল ও কলেজ এর দাতা সদস্য- জনাব মোঃ মইজ উদ্দিন মোড়ল এবং সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আমিনুল ইসলাম খান

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ হুমায়ুন কবির শেখ,জনাব, মোঃ নাইম,জাহিদুল ইসলাম আনিস,মোঃ হাবিবুর রহমান জনাব এবি সিদ্দিকী,মোঃ জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম,এস এম মোঃ শিমুল,মোঃ মাসুদ হাসান,মোঃ সোহেল রানা,নাজমুল হাসান নিশো,রাকিব হাসান অভি সহ সংগঠনের সদস্যরা।

দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় দুই শতাধিক ব্যক্তি বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরিক্ষা করেন। আয়োজকরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করে থাকেন। এর মাধ্যমে প্রত্যেককে সংগঠনের ডোনার হিসেবে কার্ড প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা যে কোনো সময় কারো প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকে।
বিডিএস ২০১০ থেকে তাদের সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

আপনার মতামত দিন :