করোনায় সাতক্ষীরা মেডিকেলের সাবেক পরিচালকের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শেখ শাহজাহান আলী। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

ডা. শেখ শাহজাহান আলী সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তার শরীর করোনা শনাক্ত হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. শাহজাহান আলীর মৃত্যুর খবর দিয়ে খুলনা বিএমএর সাবেক সভাপতি ডা. বাহারুল আলম ফেসবুকে নিজের টাইমলাইনে বলেন, ‘আশির দশকের শেষ দিকে সাতক্ষীরায় তার কর্মজীবনের শুরু থেকে আমার সাথে পরিচয়। সে ছিল তখন দেবহাটার আবাসিক মেডিকেল অফিসার। রাজশাহী মেডিকেল কলেজে পড়াকালীন ছাত্র অবস্থায় সে ছিল অত্যন্ত প্রতিবাদী, আপোষহীন চেতনার ও বিপ্লবী মানসিকতার। সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছাত্রজীবন থেকেই মেডিকেল কলেজের ক্যাম্পাসে আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। চিকিৎসকদের সকল আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিল। সেসব আজ কেবলই স্মৃতি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

আপনার মতামত দিন :