ভারতের ম্যালেরিয়া চিত্র পাল্টে যাচ্ছে Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট-২০২০ এ ভারত উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। বিশ্বের মধ্যে ভারত এক্ষেত্রে বিশেষ অগ্রগতি সাধন করেছে বলে রিপোর্টে উঠে এসেছে। ইউনিয়ন হেলথ মন্ত্রণালয়ের তরফে এসব তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে, ভারত বিশ্বের একমাত্র দেশ যেখানে দেশ ও অঞ্চলগতভাবে ম্যালেরিয়া নির্মূলে সফলতা লাভ করতে সক্ষম হয়েছে। ২০১৮ সালে ভারতে যেখানে ম্যালেরিয়ার অবস্থা উদ্বেগজনক পর্যায়ে ছিল, সেখানে ২০১৯ সালে এ চিত্র অনেকখানি পাল্টে গেছে। ২০১৯ সালে ম্যালেরিয়া রোগী ১৭.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর। রিপোর্টে বলা হয়েছে, অ্যানুয়াল প্যারাসাইটিক ইনসিডেন্স (এপিআই) ২০১৮ সালে ২৭.৬ শতাংশ কমেছে। আর ২০১৮ সালে কমেছে ১৮.৪ শতাংশ। অর্থাৎ গোটা ভারতের এই অবদান জাতীয় ক্ষেত্রে ২০ মিলিয়ন মানুষের মধ্যে কাজ করেছে। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ৯ বছরে ম্যালেরিয়া রোগী ছিল ৭১.৮ শতাংশ এবং মৃত্যু হয় ৭৩.৯ শতাংশের। ২০০০ সালে এসে ভারতে ম্যালেরিয়া আক্রান্তের হার কমেছে ৮৩.৪ শতাংশ এবং মৃত্যু কমেছে ৯২ শতাংশ। এ সময়ে ম্যালেরিয়া আক্রান্ত ছিল ২০ লাখ ৩১ হাজার ৭৯০ জন, আর মৃত্যু হয়েছে ৯৩২ জনের। যা ১৯ বছরে ৫০-৭৫ শতাংশ হ্রাস পায়। এভাবে প্রতিবছর কমতে থাকে ম্যালেরিয়া রোগীর সংখ্যা। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে রোগীর সংখ্যা কমে যায় ২১.২৭ শতাংশ। আর মৃত্যুর হার কমে যায় ২০ শতাংশ। মন্ত্রণালয় বলছে, ভারতে ২০২০ পর্যন্ত মোট ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ২৮৪। ২০১৯ সালের চেয়ে এই সংখ্যা ৪৫.০২ শতাংশ কম। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: