করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়ায় ‘রেড এলার্ট’, আতঙ্কে ইটালি

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

করোনা ভাইরাসে ইটালিতে দুইদিনে দুইজনের মৃত্যু হয়েছে ৷ আক্রান্তের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে৷ এদিকে দক্ষিণ কোরিয়াতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ৷

দুই নাগরিকের মৃত্যুতে করোনা ভাইরাস ঠেকাতে নড়েচড়ে বসেছে ইটালির সরকার৷ বেশ কয়েকটি শহরকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে ভেনিসের বিখ্যাত কার্নিভাল৷

এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে৷ এর মধ্যে শুধু লোম্বার্দি অঞ্চলেই ৮৯ জনকে শনাক্ত করা হয়েছে৷ সেখানকার একটি শহর কোডোনিওতে শনিবার ৭৫ বছর বয়সি একজন নারীর মৃত্যু হয়েছে৷ তার আগের দিন ভেনিতোতে মারা গেছেন ৭৮ বছর বয়সি একজন পুরুষ৷

উত্তরাঞ্চলের প্রায় এক ডজন শহরের পঞ্চাশ হাজারের বেশি মানুষকে ঘরে অবস্থানের অনুরোধ করেছে কর্তৃপক্ষ৷ সেখানকার রাস্তাঘাট এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে, বন্ধ করে দেয়া হয়েছে সরকারি ভবন৷ ভেনিসের রোববারের কার্নিভালের আয়োজনও বন্ধ করা হয়েছে৷

দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন পাঁচজন৷

এর আগে মিলানের কাছের কোডোনিওতে সর্বপ্রথম এই রোগে আক্রান্ত ৩৮ বছর বয়সি একজনকে শনাক্ত করা হয়েছিল৷ তিনি গত ২১ জানুয়ারি চীন থেকে আসা একজনের সংস্পর্শে এসেছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ৷

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট মুন জে ইন৷ তিনজনের মৃত্যু ও ১৬৯ জন নতুন করে আক্রান্ত হওয়ার পর রোববার তিনি এই ঘোষণা দিয়েছেন৷ এনিয়ে দেশটিতে ৬০২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে৷ এর মধ্যে শুক্রবার থেকে শনিবারের মধ্যে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ৷ সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন৷ চীনের বাইরে এই দেশটিতেই করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি৷

অন্যদিকে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ ৬৪৮ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত করেছে৷ রবিবার ৯৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৪২ জনে৷

আপনার মতামত দিন :