এসবিজিএসএন সংগঠনের পূর্নাঙ্গ কমিটিতে দ্বায়িত্ব পেলেন ‘সিআরপি নার্সিং কলেজের’- ৬ শিক্ষার্থী Mhd Nurnobi Mhd Nurnobi Tanmoy প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ মোহাঃ নূরন্নবী তন্ময়,সিআরপি (সাভার) ক্যাম্পাস প্রতিনিধি। সারাদেশ ব্যাপী বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এসবিজিএসএন (SBGSN) ৫ম কার্যনির্বাহী পরিষদের ১৫৯সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । গত শনিবার (৫ই ডিসেম্বর) সভাপতি মাহাবুব হাসান রিফাত ও সাধারন সম্পাদক গোলাম রাসেল খানকে মনোনিত করে ও তাদের স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন কমিটিতে দ্বায়ত্ব প্রাপ্ত হয়েছেন ‘সিআরপি নার্সিং কলেজের’- ৬শিক্ষার্থী। যারা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে(৬)- ‘জিমেল খান’, ফিমেল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে(৭)- তানজিলা জামান ইতি, কো-স্পোর্টস ইডিটর পদে (৫)- সোলায়মান খান, কালসারাল এফেয়্যার সেক্রেটারি পদে(১০)- জেবিন লামিয়া,পাবলিকেশন সেক্রেটারি পদে(৯)- মোহাম্মদ তন্ময় ও গোলাম রাব্বানী। নবনির্বাচিত উক্ত কমিটির সাধারন সম্পাদক ‘গোলাম রাসেল’ মেডি নিউজকে জানান- ২০১৫ সাল থেকে বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় এই সংগঠন। আমরা সাধারন শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্য ৫ম কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যরা নিরালস কাজ চালিয়ে যাবে। উক্ত সংগঠনের সভাপতি- মাহাবুব হাসান রিফাত এক বিবৃতিতে সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন। আশা করব নিশ্চয় সকল সদস্যরা সংগঠনের কাজে নিজেদের জোড়ালো ভূমিকা রাখবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে একমাত্র লক্ষ্য হিসেবে পাশে থাকবে এসবিজিএসএন (SBGSN) এর সকল নেতৃবৃন্দ। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: