নোয়াখালীর স্বাস্থ্য সেবার মান-উন্নয়নে অন্যতম পথিকৃৎ ডাঃ ফজলে এলাহী খাঁন Shahadat Shahadat Hossain প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ ডাঃ ফজলে এলাহী খাঁন(এনাম) স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন থেকে নোয়াখালীর চিকিৎসক ও স্বাস্থ্য খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আস্থা ও ভালবাসা নিয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার রাজনৈতিক পথ চলা মূলত শিক্ষা জীবন থেকেই। শিক্ষাজীবনে কুমিল্লা মেডিকেল কলেজে এ অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্র রাজনীতি ও বিভিন্ন স্বেচ্চাসেবীসংগঠনের সাথে সম্পৃক্ত হন এবং গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি সম্পৃক্ত হন পেশাজীবি রাজনীতিতে।সুনামের সাথে পালন করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের। পরে ২০১৭ সালের ১৭ই মে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার কাউন্সিলে নিজের দক্ষতা,দূরদর্শীতা সর্বোপরি তৃনমূলের জনপ্রিয়তা আর স্বাধীনতার স্ব-পক্ষের চিকিৎসকদের সর্মথনে তিনি স্বাচিপ নোয়াখালী জেলা শাখার সভাপতি পদে নির্বাচিত হন। এর পর থেকেই স্বাধীনতার স্ব-পক্ষের চিকিৎসকদের কে নিয়ে নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) সুসংগঠিত করতে থাকেন। এরপর থেকে শুরু হতে থাকে নোয়াখালী’র স্বাস্থ্যখাতের অভূতপূর্ব উন্নয়ন। নোয়াখালীতে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও হাসপাতালের উপস্থিতি নিশ্চিত করা, নোয়াখালীর স্বাস্থ্যখাতের মান উন্নয়ন সহ অবদান রেখেছেন নোয়াখালীর স্বাস্থ্যখাতের বিভিন্ন অর্জনে। তারমধ্যে অন্যতম নোয়াখালী জেনারেল হাসপাতালের অত্যাধুনিক কিডনী ডায়ালাইসিস ইউনিট।বৃহত্তর নোয়াখালী জেলার একজন খ্যাতিমান কিডনী রোগ বিশেষজ্ঞ হিসেবে গরীব-অসহায় রোগীদের কথা চিন্তা করে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থাপন করেছেন ১০ শয্যার একটি কিডনি ডায়ালাইসিস ইউনিট।যেটি জেলা সদর হাসপাতাল পর্যায়ে বাংলাদেশে ২য় তম। তাছাড়া তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় নোয়াখালী সদর হাসপাতালে চালু হয়েছে সু-সজ্জিত প্যাথলজি ও রেডিওলজি বিভাগ,অডিওলজি বিভাগ, দন্তঃবহিবিভাগ এর সুজ্জিতকরণ ও আধুনিকায়ন ,স্ক্যানো ওয়ার্ড।প্রক্রিয়াধীন রয়েছে আইসিইউ স্থাপনের কাজ । আর ইতিমধ্যে উদ্বোধন হয়েছে মডেল কিডনী ডায়ালাইসিস ইউনিট,হেপাটাইটিস বি ও সি ভাইরাসের রোগীদের জন্য ডেডিকেটেড কিডনী ডায়ালাইসিস ইউনিট,অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব, কিডনী রোগীদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট (এসসিইউ),মিনি ওটি সহ বৃদ্ধমান ইউনিটের সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ। এরই মধ্যে প্রাণঘ্যাতি কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাস মহামারীতে ও অসামান্য অবদান রেখে বিভিন্ন মহলে প্রশংসীত হয়েছেন স্বাচিপ সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন (এনাম)। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে শুরু থেকেই করোনা ভাইরাসের বৃহৎ ঝুঁকিতে ছিল নোয়াখালী।সেই বাস্তবতায় নোয়াখালী ও নোয়াখালীর পার্শ্ববর্তী জেলার জনসাধারণ স্বাস্থ্য-সুরক্ষার কথা বিবেচনা করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবেই করোনা টেষ্ট চালুকরা সম্ভব বলে তিনিই প্রথম গণমাধ্যম সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আনেন বিষয়টি। দীর্ঘ জটিলতা আর বিভিন্ন অনিশ্চয়তার মাঝে ও থেমে যাননি লক্ষ্য পূরণে। সকল প্রতিবন্ধকতা কে তুচ্ছজ্ঞান করে নিজের সৃষ্টিশীল আর শৈল্পিক কর্মদক্ষতায় ০২ এপ্রিল তারিখে চালুকরণ মলিকুলার ল্যাবরেটরী ফর কোভিড-১৯।যেটি নিজে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে প্রতিনিয়ত দেখভাল করছেন ডাঃ ফজলে এলাহী খাঁন। পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নোয়াখালী শহীদ ভূলু স্টেডিয়ানে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন তিনি। তার আন্তরিক প্রচেষ্টা ইতিমধ্যে চালু হয়েছে ২০শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ইউনিটের। এছাড়া ও আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করণে রেখেছেন নানাবিধ ভূমিকা। পুরো ক্যাম্পাস কে ওয়াইফাই এর আওতায় আনা,শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালুকরণ,অত্যাধুনিক গ্যালারী নির্মান সহ নানাবিধ কাজে রয়েছে তার অবদান। শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের লক্ষ্যে ছাত্রাবাস গুলোর সম্প্রসারণ এর কাজ ও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ও মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর আধুনিকায়নে ও সামনে থেকে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। বর্নাঢ়্য কর্মজীবনে বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত টেকসই উন্নয়ন তথা নোয়াখালীর উন্নত স্বাস্থ্য ব্যবস্থ্যা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহি খাঁন । আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: