১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমলো Muminur Muminur Rahman প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে এক হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। একইভাবে অন্যান্য আকারের এলপি গ্যাস সিলিন্ডারের দামও কমেছে। বুধবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বিইআরসি। নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৬৬.২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। মেডিনিউজবিডি২৪.কম আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: